ডিজিটাল ডেস্ক: সোলজার বা সেনাবাহিনীকে নিয়ে ছবি তো অনেক হয়েছে। সুপার সোলজারের কথা শুনেছেন কি? না। কেউই শোনেননি। এবার সেই সুপার সোলজারের ভূমিকায় আসছেন জন আব্রাহাম (John Abraham)। ছবির নাম অ্যাটাক (Attack) । এই ছবিতে তাঁর সঙ্গে আছেন রাকুল প্রীত সিং এবং জ্যাকলিন ফার্নান্ডেজ। এই ছবির অন্যতম প্রযোজকও জন আব্রাহাম।বলিউডের অ্যাকশন জনারে সাড়া জাগানো অ্যাটাক-এর ট্রেলার বেরোল সম্প্রতি। জন আব্রাহাম বলছেন, বিনোদনের সঙ্গে সঙ্গে তাঁরা এমনভাবে অ্যাকশন জড়িয়েছেন, দর্শক আগে যা কখনও দেখেননি।
অ্যাটাক ছবির দু’মিনিটের ট্রেলারে জন আব্রাহামকে দেখা যাচ্ছে সুপার সোলজারের ভূমিকায়। প্রযুক্তি এবং ইন্টেলিজেন্সের সাহায্যে সুপার সোলজার জন এমন অ্যাকশন নিয়ে আসছেন এই ছবিতে, যে সিনেমা হলের সিট চেপে ধরে বসে থাকতে হবে বলে নিজেই জানাচ্ছেন অভিনেতা প্রসঙ্গত, লক্ষ রাজ আনন্দ পরিচালিত জনের এই ছবি আসছে এপ্রিল মাসের ১ তারিখে।