কলকাতা, ১০ জুনঃ প্রশিক্ষণের সময় বাজ পড়ে মৃত্যু হল ক্রিকেটারের। রবিবার দুপুর দেড়টা নাগাদ ঘটনাটি ঘটে রবীন্দ্র সরোবর থানা এলাকার বিবেকানন্দ পার্কে। মৃত ওই ক্রিকেটারের নাম দেবব্রত পাল। জানা গিয়েছে, খেলার মাঝে হঠাৎই বৃষ্টি শুরু হয়ে যায়। সেই সময় ক্রিকেটাররা একটা চালা ঘরের তলায় আশ্রয় নেয়। তখনই বাজ পড়ে গুরুতর আহত হন দেবব্রত। এরপর তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সকরা মৃত বলে ঘোষণা করেন।
ছবিঃ সংগৃহীত
- Advertisement -