তুফানগঞ্জ: সকাল থেকেই তুফানগঞ্জের রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলিতে উপচে পড়ল ভিড়। এদিন অন্যান্য দিনের তুলনায় সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মত। কোনওভাবেই মানা হচ্ছিল না সামাজিক দূরত্বও। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় তুফানগঞ্জ থানার পুলিশ। ব্যাংকে আসা গ্রাহকদের সামাজিক দূরত্ব বজায় রাখতে বলেন।
মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর ঘোষণা মত সাধারণ মানুষের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। গ্রামীন এলাকায় এই খবর ছড়িয়ে পড়তেই এদিন ব্যাংকে লম্বা লাইন পড়ে। লাইনে দাড়ান বয়স্করাও। ব্যাংকে আসা গ্রাহকেরা পাথর দিয়ে নিজেদের জায়গা দখল করে রাখেন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। প্রথমে ব্যাংকের ভেতরে ভিড় সড়ানো হয়। পরে ব্যাংকে আসা গ্রাহকদের সামাজিক দূরত্বে লাইন করান।
ওই রাষ্ট্রায়ত্ত ব্যাংকের গ্রাহক আলমিনা বিবি, কৌশল্যা রায় বলেন, ‘খবর পেয়েছি একাউন্টে ভাতার টাকা এসেছে। সেই টাকা তুলতেই ব্যাংকে এসেছি। সকালে এসেই দেখি আগে এসে পাথর দিয়ে জায়গা রেখে দিয়েছে অনেকে। পরে যারা এসেছে পেছনে লাইন করে দাঁড়িয়েছে। ব্যাংকের এই লাইনে কেউই সামাজিক দূরত্ব মানছিলেন না।’ ব্যাংক সূত্রে খবর, ‘কয়েকদিন থেকে ব্যাঙ্কে কোন ভিড় হচ্ছিল না। এদিন হঠাৎ করেই ভিড় বেড়ে যায়।’