নয়াদিল্লি: প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কে তাঁর জন্মবার্ষিকীতে ফুল দিয়ে শ্রদ্ধার্ঘ্য জানালেন বর্তমান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। শুক্রবার রাষ্ট্রপতি ভবনে প্রাক্তন রাষ্ট্রপতির ছবির সামনে দাঁড়িয়ে শ্রদ্ধা জানান তিনি। প্রয়াণের পর প্রথম তাঁর জন্মবার্ষিকী পালন হল।
১৯৩৫ সালে ১১ ডিসেম্বর মাসে বীরভূমের মিরাটি গ্রামে প্রণব মুখোপাধ্যায় জন্মগ্রহণ করেছিলেন৷ তাঁর বাবা ও মায়ের নাম কামদা কিঙ্কর মুখোপাধ্যায় ও রাজলক্ষ্মী৷ ২০১৯ সালে ভারতরত্ন সম্মানে ভূষিত হন তিনি৷ চলতি বছর করোনা আক্রান্ত হওয়ার পাশাপাশি অন্যান্য রোগে জর্জরিত হয়ে আগস্ট মাসের ৩১ তারিখ প্রণব মুখোপাধ্যায়ের প্রয়াণ হয় দিল্লির আর্মি হাসপাতালে।
- Advertisement -