রায়গঞ্জ: কাঁঠাল গাছ থেকে পড়ে গিয়ে মৃত্যু হল এক নির্মাণ শ্রমিকের। বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে কালিয়াগঞ্জ থানার তরঙ্গপুর গ্রামে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ওই নির্মাণ শ্রমিকের নাম গোপাল পাল(৪৬)। এদিন বিকেলে দেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেয় রায়গঞ্জ থানার পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে কাঁঠাল গাছ থেকে কাঁঠাল পাতা পাড়তে গিয়ে পা হড়কে মাটিতে পড়ে যান তিনি। গুরুতর জখম অবস্থায় তাঁকে উদ্ধার করে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। এরপরই মেডিকেল কলেজের কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।