ডিজিটাল ডেস্ক: ভয়াবহ ভূমিকম্প ঘটে গিয়েছে আফগানিস্থানে আজ। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.১। শুধু আফগানিস্তান নয়, পাশাপাশি আজকে কেঁপে উঠেছে পাকিস্তানও। তবে পাকিস্তান থেকে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কিন্তু আফগানিস্তানে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা। শেষ পাওয়া খবর অনুযায়ী আফগানিস্তানে মৃতের সংখ্যা প্রায় হাজার ছুঁইছুঁই। ৬০০ রও বেশি মানুষ আহত হয়েছেন বলে জানা যাচ্ছে। ধ্বংসস্তূপের নিচে বহু মানুষ জীবিত অথবা মৃত অবস্থায় এখনও আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। সূত্রের খবর, সবথেকে বেশি কম্পন অনুভূত হয়েছে আফগানিস্তানের পক্তিকা প্রদেশে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তাঁদের চিকিৎসা চলছে। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকা জুড়ে এখন শুধুই মানুষের হাহাকার।
গঙ্গারামপুরে পৃথক দুটি ঘটনায় মৃত ২
গঙ্গারামপুর: পৃথক দুটি ঘটনায় মৃত্যু হল এক গৃহবধূ ও এক ব্যক্তির। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতরা হলেন লিপি মণ্ডল (৩০)...
Read more