ডিজিটাল ডেস্ক: দক্ষিণবঙ্গ জুড়ে শুরু হয়ে গিয়েছে তীব্র দাবদাহ। আপাতত বৃষ্টির দেখা নেই। প্রতিদিন রেকর্ড ভেঙে পারদ হয়ে উঠছে ঊর্ধ্বমুখী। বাঁকুড়ার তাপমাত্রা আজ ৪৩ ডিগ্রি গণ্ডি পার করে ফেলেছে। কলকাতাতে পারদ প্রায় ৪০ ছুঁতে চলেছে। এই অবস্থায় স্কুলপড়ুয়াদের নিয়ে উদ্বেগ বাড়ছে। এই গরমে কাঠফাটা রোদ্দুরে পড়ুয়ারা নিয়মিত স্কুলে গেলে অসুস্থ হয়ে পড়বে বলেই মনে করছেন অভিভাবকেরা। তীব্র গুঞ্জন শুরু হয়েছে, হয়ত শিক্ষাদপ্তর গরমের ছুটি এগিয়ে নিয়ে আসবে। কিন্তু সরকারিভাবে এরকম কোনো নির্দেশ এখনো পর্যন্ত আসেনি। চলতি মাসে শেষ হয়ে যাচ্ছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। এরপরে মে মাসের প্রথম সপ্তাহের মধ্যে একাদশ শ্রেণির পরীক্ষা শেষ হয়ে যাবে। এবং তারপরেই গরমের ছুটি ঘোষণা হবার সম্ভাবনা থাকছে রাজ্যের স্কুলগুলিতে। পুরো পরিস্থিতির ওপর কড়া নজর থাকছে ওয়াকিবহাল মহলের।
সন্তান স্কুলে যাচ্ছে , কোভিড পরিস্থিতিতে সন্তানকে সুরক্ষিত রাখবেন কীভাবে
ডিজিটাল ডেস্কঃ কোভিড পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর আবার স্কুল-কলেজ খোলা হয়েছে। বড়দের ক্লাস আগেই শুরু হয়েছিল। ধীরে ধীরে স্কুলে ফিরছে...
Read more