কলকাতা: দিনহাটা, গোসাবা, শান্তিপুর, খড়দহ-রাজ্যের এই চারটি আসন সহ সারা দেশের ৩০টি আসনে উপনির্বাচনের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন। ওই আসনগুলিতে ৩০ অক্টোবর ভোট হবে। ভোটের ফল ঘোষণা হবে ২ নভেম্বর।
এদিকে, ৩০ সেপ্টেম্বর ভবানীপুরে হাইভোল্টেজ উপনির্বাচন। এই আসনে ঘাসফুল শিবিরের প্রার্থী হয়েছেন খোদ তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গেরুয়া শিবিরের প্রার্থী হয়েছেন প্রিয়াংকা টিবরেওয়াল। বাম প্রার্থী হিসেবে ভোটে লড়ছেন শ্রীজীব বিশ্বাস। ৩০ সেপ্টেম্বর ভবানীপুরের পাশাপাশি জঙ্গিপুর ও সামসেরগঞ্জেও নির্বাচন অনুষ্ঠিত হবে। সেইমতো প্রস্তুতি চলছে ঘাসফুল ও পদ্ম শিবিরে। তারই মাঝে মঙ্গলবার রাজ্যের আরও চারটি আসনে উপনির্বাচনের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন।