ডিজিটাল ডেস্ক: এতক্ষণে জানা হয়ে গেছে ত্রিপুরার পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন ডা. মানিক সাহা (Manik Saha)। উল্লেখ্য, আজকে বিকেলে আচমকাই ত্রিপুরার মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন বিপ্লব দেব। আর সেই জায়গায় এবার ত্রিপুরা রাজ্যের বিজেপি সভাপতি ডা. মানিক সাহাকে মনোনীত করা হয়েছে পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে। কিন্তু মুখ্যমন্ত্রী বদল করেও ত্রিপুরায় বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের সমস্যা কিন্তু মিটছে না। জানা গেছে, শনিবার ডা. মানিক সাহার নাম মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করার পর বিজেপির বিধায়ক, নেতাদের মধ্যে ব্যাপক অশান্তি শুরু হয়ে যায়। কার্যত মানিক সাহাকে আগামী মুখ্যমন্ত্রী হিসাবে স্বাগত জানান পদত্যাগী মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। আর তাই নিয়েই শুরু হয় অসন্তোষ। কার্যত বিক্ষুব্ধদের একটা অংশের প্রশ্ন, বিধায়ক না হওয়া সত্ত্বেও কেন মানিক সাহাকে মুখ্যমন্ত্রী করা হল? এই নিয়ে বিধায়কদের মতামত কেন নেওয়া হলনা? তবে সব মিলিয়ে মুখ্যমন্ত্রী বদল হলেও ত্রিপুরায় বিজেপির অন্তর্দ্বন্দ কিন্তু এখনও তীব্র অস্বস্তি বজায় রাখছে।
আরও পড়ুন: অর্জুন সিং এবার সাক্ষাৎ করতে চলেছেন জে পি নাড্ডার সঙ্গে