ডিজিটাল ডেস্ক: নিজের পছন্দে বিয়ে করে হামলার মুখে নবদম্পতি। কার্যত ঘটনাটি ঘটেছে বনগাঁ থানা এলাকার ২২ নম্বর ওয়ার্ডের গোপালগঞ্জে। জানা গিয়েছে, এলাকার বাসিন্দা অরুণ সরকারের মেয়ে জিনিয়া মিস্ত্রির প্রথম বিয়ে ভেঙে যাওয়ার পর দ্বিতীয়বার নিজের পছন্দের মানুষটিকে বিয়ে করেছিলেন। কিন্তু মেয়ের দ্বিতীয় বিয়ে কোনমতেই মেনে নেন নি তাঁর বাবা। বিয়ে করে জিনিয়া মিস্ত্রি তাঁর স্বামীকে নিয়ে বাড়ি ফেরার সিদ্ধান্ত নেন। আর সে কথা জানতে পেরেই আরও ক্ষেপে ওঠেন অরুণ সরকার। মেয়ে বাড়ি ফিরে আসার পর চিৎকার চেঁচামেচির মাঝেই মেয়ে এবং জামাইয়ের মাথায় দা বসিয়ে দেন তিনি। পরিস্থিতি গুরুতর দেখে এলাকা ছেড়ে চম্পট দেন অরুণ সরকার। এলাকার বাসিন্দারা নবদম্পতিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। ইতিমধ্যেই পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ অভিযুক্তের খোঁজ চালাচ্ছে। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তে বসে যাওয়া সাড়ে ছয় লক্ষ গাড়ি আবার রাস্তায়