ডিজিটাল ডেস্ক : এসএসসি নিয়োগ দুর্নীতি তদন্তে পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়ের(Arpita Mukherjee) গ্রেপ্তারির পর রাজ্য জুড়ে ছড়িয়ে থাকা একের পর এক দুর্নীতির খবর প্রকাশ্যে আসছে। চাকরি দেওয়ার নাম করে যেখানে চাকরিপ্রার্থীদের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা নেওয়া হয়েছে, সেখানে তৃণমূল নেতার বাবা চাকুরী প্রার্থীদের দেওয়া টাকা নিজে দায়িত্বে ফেরত দিয়ে চলেছেন। জানা গিয়েছে, পূর্ব মেদিনীপুরের তৃণমূল নেতা নান্টু প্রধান একসময় পার্থ ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন। সেই নান্টু প্রধান বিভিন্ন জনের কাছ থেকে চাকরি দেবার প্রতিশ্রুতি দিয়ে কখনো ৫০০০০, কখনো ৫ লক্ষ টাকা আদায় করেছেন। দুঃখের বিষয়, তৃণমূল নেতা নান্টু প্রধান ২০১৮ সালে খুন হন বলে অভিযোগ ওঠে। ছেলের মৃত্যুর পর তাঁর বাবা বিভিন্নভাবে চাকুরী প্রার্থীদের টাকা ফেরত দিয়ে চলেছেন। মৃত তৃণমূল নেতার বাবা দাবি করেছেন, তাঁর ছেলের মৃত্যুর পর এখনো পর্যন্ত ৫০০ জনের টাকা তিনি ফেরত দিয়েছেন। যারা বাকি আছেন, তাঁদেরও তিনি ধীরে ধীরে টাকা ফেরত দেবেন বলে আশ্বাস দিয়েছেন। দুর্নীতির ভিড়ে এই পদক্ষেপ যথেষ্ট প্রশংসার দাবি রাখে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
ভিক্টোরিয়া মেমোরিয়ালের ওপর সন্দেহজনকভাবে ড্রোন উড়িয়ে গ্রেপ্তার 2 বাংলাদেশী যুবক
ডিজিটাল ডেস্ক : আর কদিন পরেই ৭৫ তম স্বাধীনতা দিবস পালন হতে চলেছে দেশজুড়ে। তার আগে রুটিন মাফিক তল্লাশি চলছে...
Read more