নয়াদিল্লি: বুধবার গোটা দেশে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ৭৩ তম প্রজাতন্ত্র দিবস। এই উপলক্ষ্যে এদিন দিল্লিতে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহ অন্যরা।
এদিন প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে অংশ নেন ফ্লাইট লেফটেন্যান্ট শিবাঙ্গী সিং। দিল্লির রাজপথে কুচকাওয়াজে বায়ুসেনার ট্যাবলোয় দেখা যায় তাঁকে। ফ্লাইট লেফটেন্যান্ট শিবাঙ্গী ভারতীয় বায়ুসেনার রাফায়েল যুদ্ধবিমানের প্রথম মহিলা পাইলট।
The first woman fighter pilot on the Rafale combat aircraft, Flight Lieutenant Shivangi Singh at the Indian Air Force (IAF) tableau today.#RepublicDayParade pic.twitter.com/vXDFVlAI12
— ANI (@ANI) January 26, 2022
শিবাঙ্গী উত্তরপ্রদেশের বারাণসীর বাসিন্দা। ২০১৭ সালে তিনি ভারতীয় বায়ুসেনায় যোগ দিয়েছিলেন। প্রথমে বায়ুসেনার মিগ-২১ বাইসন যুদ্ধবিমানের চালক ছিলেন শিবাঙ্গী। পরবর্তীতে রাফায়েলের ‘গোল্ডেন অ্যারোজ’ স্কোয়াড্রনের জন্য নির্বাচিত হন।