রাজগঞ্জ: বেদখল হয়ে গিয়েছিল বনদপ্তরের বৈকুণ্ঠপুর ডিভিশনের বেলাকোবা রেঞ্জ এলাকার প্রায় ১০ বিঘা জমি। সেই জমি মাফিয়াদের মদতে শিলিগুড়ির(Siliguri) এক ব্যক্তির কাছে হস্তান্তর হয়ে যায়। বৃহস্পতিবার বেলাকোবার রেঞ্জ অফিসার সঞ্জয় দত্তের নেতৃত্বে ওই বেদখল হয়ে যাওয়া জমি উদ্ধার করা হল। যারা বনদপ্তরের জমি দখলের চেষ্টা করছে তাদের নোটিশ দেওয়ার পাশাপাশি হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। যদিও যাঁর বিরুদ্ধে অভিযোগ সেই সঞ্জীব আগরওয়াল বলেন, ‘ওই জমির পুরোটাই বনদপ্তরের না। কিছু অংশ থাকলেও থাকতে পারে। জমিটি চিহ্নিত করার জন্য বনদপ্তরে আবেদন করেছিলাম। আমি অসমের একজনের কাছ থেকে ওই জমিটি কেনার জন্য ৭ লক্ষ টাকা বিঘা হিসেবে ১ লক্ষ টাকা বায়না করেছি মাত্র।’
রেঞ্জার জানান, শিলিগুড়ির বাসিন্দা সঞ্জীব আগরওয়াল নামে এক ব্যক্তি বনদপ্তরের জমি দখল করেছিলেন। তাঁকে বারবার নোটিশ করা সত্ত্বেও কোনও কাগজ দেখাতে পারেনি। নিয়ম অনুযায়ী পুলিশকে বিষয়টি জানানো হয়। অবশেষে জমি দখলমুক্ত করা হল। তদন্তে যেসব কাগজ পাওয়া গিয়েছে তা সম্ভবত জাল। গোটা বিষয় খতিয়ে দেখা হচ্ছে। ওই ব্যক্তি ও তাঁর সঙ্গে যাঁরা একাজে জড়িত তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুনঃ ডায়ারিয়া প্রতিরোধে মেডিকেল বোর্ড