ডিজিটাল ডেস্ক : সরকারি হাসপাতালে চিকিৎসার জন্য গেলে সাধারণের যে দুর্গতির শেষ থাকে না, তা প্রমাণ হল মেদিনীপুর মেডিকেল কলেজের ঘটনায়। এক সময়ের দাপুটে বাম নেতা তথা বিধায়ক দিবাকর হাঁসদা অসুস্থ হয়ে ভর্তি হতে গিয়েছিলেন মেদিনীপুর মেডিকেল কলেজে। কিন্তু তাঁর জায়গা হয় মেডিকেল কলেজের হাসপাতালের মেঝেতে। রবিবার বিকেলে গলব্লাডার স্টোন অপারেশনের জন্য দিবাকর হাঁসদাকে ভর্তি করা হয় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের মেন সার্জিকাল ওয়ার্ডে। ঘটনাটি প্রকাশ্যে আসতেই ব্যাপক শোরগোল শুরু হয়েছে। অন্যদিকে মেডিকেল কলেজ হাসপাতালের তরফ থেকে বলা হয়েছে, অত্যধিক রোগীর চাপ থাকায় বাম নেতাকে শয্যা দেওয়া যায়নি। অন্যদিকে হাসপাতালের মেঝেতে শুয়েই সিপিআইএমের ঝাড়গ্রাম জেলা কমিটি সম্পাদক মন্ডলীর সদস্য প্রশ্ন তোলেন, সরকারের উন্নয়ন নিয়ে। প্রাক্তন বাম বিধায়কের হাসপাতালে শয্যা না পাওয়ার প্রসঙ্গটি নিয়ে যখন রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে, ঠিক সেসময় মেদিনীপুর মেডিকেল কলেজের তরফ থেকে মঙ্গলবার সকালে হাসপাতালে শয্যা দেওয়া হলো বর্ষীয়ান বাম নেতাকে। তবে তাতে যে বর্তমান সরকারের সমালোচনা বন্ধ হবে, সেরকম কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা বামেদের তরফ থেকে।
আরও পড়ুন : দলের সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ তৃণমূল সাংসদ প্রসূন বন্দোপাধ্যায়ের, শুরু বিতর্ক