বালুরঘাট: কাস্তে-হাতুড়ি বাদ দিয়ে নতুন পতাকা উত্তোলন করেই দক্ষিণ দিনাজপুরে (South Dinajpur) দলের প্রতিষ্ঠা দিবস পালন করল ফরওয়ার্ড ব্লক। বুধবার দলের ৮৩তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে বালুরঘাট শহরের সদরঘাট এলাকায়স্থিত জেলা দপ্তরে পতাকা উত্তোলন করেন জেলা সভাপতি সুব্রত দাস। এছাড়াও জেলার বিভিন্ন ব্লকেও এদিন পতাকা উত্তোলন সহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিনটি পালন করেছে পর ফরওয়ার্ড ব্লক। চিরাচরিত ফরওয়ার্ড ব্লকের বাংলা কমিটির যে পতাকা, তা থেকে কাস্তে-হাতুড়ি চিহ্ন বাদ দেওয়া হয়েছে। লাল পতাকায় শুধু জাম্পিং টাইগার রয়েছে। ফরওয়ার্ড ব্লকের এই নতুন পতাকায় এদিন দক্ষিণ দিনাজপুরে উত্তোলন করা হয়েছে বলে জানিয়েছেন সভাপতি সুব্রত দাস।
কন্যাশ্রী দিবস পালন ডামডিমে
ওদলাবাড়ি: কন্যাশ্রী দিবস পালিত হল ডামডিমের(Dumdim) গজেন্দ্র বিদ্যামন্দির উচ্চমাধ্যমিক স্কুলে। সরকারি নির্দেশিকা অনুযায়ী রবিবার কন্যাশ্রী দিবস পালন করার কথা থাকলেও...
Read more