কামাখ্যাগুড়ি, ২২ জানুয়ারি: বুধবার কুমারগ্রাম ব্লকের তুরতুরিখন্ড গ্রাম পঞ্চায়েতের ১০/১১ অংশ খড়বন্দি এলাকায় সিমেন্ট কংক্রিট রোড নির্মানের শিলান্যাস হল। শিলান্যাস করেন কুমারগ্রাম পঞ্চায়েত সমিতির নারী ও শিশু কল্যাণ কর্মাধ্যক্ষা জুলি লামা। উপস্থিত ছিলেন স্থানীয় পঞ্চায়েত সদস্যা সাবিত্রী ছেত্রী। রাস্তার কাজ শুরু হওয়ায় খুশি ওই এলাকার বাসিন্দারা।
জানা গিয়েছে, কুমারগ্রাম পঞ্চায়েত সমিতির উদ্যোগে ওই এলাকায় প্রায় ৪০০ মিটার সিসি রোডটি নির্মাণ করা হচ্ছে। এই কাজে কুমারগ্রাম পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে প্রায় ১২ লক্ষ ২৯ হাজার ৫০০ টাকা বরাদ্দ করা হয়েছে।
কর্মাধ্যক্ষা জুলি লামা জানান, এলাকার বাসিন্দারা দীর্ঘদিন থেকে বেহাল ওই কাঁচা রাস্তাটি পাকাপোক্তভাবে নির্মাণের দাবি জানিয়ে আসছিলেন। সাধারণ মানুষের দাবিকে মান্যতা দিয়ে সিসি রোড নির্মাণ করা হচ্ছে। এতে উপকৃত হবেন এলাকার বাসিন্দারা ।
সামশেরগঞ্জে এক কেজি হেরোইন সহ গ্রেপ্তার ৪ যুবক
ফরাক্কা: এক কেজি হেরোইন সহ ৪ যুবককে গ্রেপ্তার করল এসটিএফ এবং সামশেরগঞ্জ থানার পুলিশ। রবিবার রাতে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানা এলাকার...
Read more