লখনউ: এক কেজি ফুলকপি ১ টাকায় বিক্রি করতে হচ্ছে কৃষকদের। এই ক্ষতি মেনে নিতে পারেননি সমস্তিপুরের এক কৃষক। তাই ক্রোধে নিজের আট একর খেতের ফুলকপি তছনছ করলেন তিনি।
ওই কৃষক জানান, আট একর জমিতে ফুলকপি লাগিয়েছিলেন তিনি। দাম পড়তে পড়তে এখন এমন জায়গায় এসেছে যে এক কেজি ফুলকপি ১ টাকায় বিক্রি করতে হচ্ছে। এসব দেখেই আর মাথা ঠিক রাখতে পারেননি ওই কৃষক। রাগের বশে ট্রাক্টর নিয়ে বাগানে ঢুকে সমস্ত ফসল উপড়ে ফেলেন তিনি।
₹1/- किलो गोभी
बिहार के समस्तीपुर में किसान ने गोभी की फ़सल को ट्रैक्टर से रौंद डाला क्योंकि ₹1 प्रति किलो भाव मिल रहा था. #farmersrprotest
— Milind Khandekar (@milindkhandekar) December 14, 2020
পাশাপাশি ওই কৃষক বাসিন্দাদের যত ইচ্ছে ফুলকপি নিয়ে যেতে বলেন। ওই কৃষক জানান, তিনি মাত্র ১ হাজার ৯০ টাকা সরকারি ভাতা পেয়েছেন। আপাতত জমি পরিষ্কার করে গম ফলাতে চান। কৃষকের আক্ষেপ, ফায়দা লুটছেন মধ্যসত্ত্বভোগীরা। কারণ বড় শহরগুলিতে একই ফুলকপি ৩০-৩৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।