নয়াদিল্লি: ভারতের কৃষক আন্দোলনকে সমর্থন করেই ধর্ষণ ও প্রাণনাশের হুমকি পাচ্ছেন ব্রিটিশ অভিনেত্রী জামিলা জামিল। ‘দ্য গুড প্লেস’ তারকা জানিয়েছেন, ভারতে কৃষক আন্দোলন নিয়ে সরব হওয়ার পর থেকেই তিনি অনলাইনে ধর্ষণ ও প্রাণনাশের হুমকি পাচ্ছেন।

অভিনেত্রী নিজের সোশ্যাল মিডিয়ায় এই বিষয়ে একটি পোস্ট করে লিখেছেন, ‘বিগত কয়েক মাসে ধরে ভারতে কৃষকদের আন্দোলন নিয়ে যা হচ্ছে তা নিয়ে আমি সরব হয়েছি। কিন্তু যতবার আমি এই বিষয়টি নিয়ে কথা বলেছি, ততবারই ধর্ষণ ও খুনের হুমকি পেয়েছি। যারা আমাকে হুমকি দিয়ে এই ধরনের মেসেজ পাঠাচ্ছেন, তারা মনে রাখুন যে আমি একজন মানুষ আর আমারও সহ্যের কিছু সীমা রয়েছে। আমি অবশ্যই ভারতের কৃষকদের পাশে রয়েছি, যারা অধিকারের জন্য প্রতিবাদ করছেন।’
- Advertisement -