ডিজিটাল ডেস্ক: রাজ্যপাল জগদীপ ধনকর (Jagdeep Dhankhar) এবং রাজ্য প্রশাসনের মধ্যে বিভিন্ন সময়ে চলে টক্কর। রাজ্যপাল জগদীপ ধনকরকে দেখা যায় বিভিন্ন বিষয় নিয়ে প্রশাসনের বিরুদ্ধে কথা বলতে। আবার তাই নিয়ে তৃণমূল শিবিরের পক্ষ থেকেও পাল্টা কটাক্ষ করা হয়। কিন্তু এবার এই সবকিছুকে দূরে সরিয়ে রেখে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu) রাজভবনে গিয়ে বৈঠক করলেন রাজ্যপালের সঙ্গে। জানা গিয়েছে, শুক্রবার প্রায় ৪৫ মিনিট ধরে রাজভবনে বৈঠক করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং রাজ্যপাল জগদীপ ধনকর। উপাচার্য নিয়োগসহ একাধিক বিষয় নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়েছে বলে খবর। পাশাপাশি রাজভবন সূত্রের খবর, উচ্চশিক্ষার ক্ষেত্রে রাজ্যপাল রাজ্যের সঙ্গে সবরকম সহযোগিতা করবেন বলে জানিয়েছেন। এই বৈঠকের খবর নিজেই টুইটারে জানিয়েছেন রাজ্যপাল ধনকর। এই বৈঠক কতদূর ফলপ্রসূ হয়, এখন সেটাই দেখার।
আরও পড়ুন: এসএসসি নিয়োগ দুর্নীতি সংক্রান্ত বাগ কমিটির রিপোর্ট পেশ হাইকোর্টে