কলকাতা: মোহনবাগান ক্লাবের সামনে থেকে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। বৃহস্পতিবার ভোরে কলকাতায় ময়দানের সামনে ফুটবল ক্লাবের পিছনের ঝোপে একটি গাছে যুবকের দেহ ঝুলতে দেখেন প্রাতঃভ্রমণকারীরা। পরে ময়দান থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। মৃতের নাম, পরিচয় এখনও জানা যায়নি। যুবকের পরনে ছিল কালো প্যান্ট এবং শার্ট। মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা রয়েছে। রিপোর্ট এলে মৃত্যুর কারণ জানা যাবে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যে যুবকের নাম, পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। তাঁর পকেট থেকে কোনও পরিচয়পত্র মেলেনি। মিলেছে ১০৪ টাকা। খুন নাকি আত্মহত্যা, তা জানতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
আরও পড়ুন : ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত প্লাস্টিক কারখানা