ডিজিটাল ডেস্ক : নূপুর শর্মার(Nupur Sharma) ঘৃণা ভাষণের জেরে ইতিমধ্যেই দেশের বিভিন্ন রাজ্যে অশান্তি ছড়িয়েছে। এই রাজ্যও সেই অশান্তি থেকে বাদ যায়নি। গত দুইদিন যাবত রাজ্যের বিভিন্ন এলাকায় ব্যাপক অশান্তি দেখা গিয়েছে। পুলিশ ইতিমধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে। কিন্তু এবার কলকাতা হাইকোর্টের তরফ থেকে বলা হল, রাজ্য জুড়ে যেভাবে অশান্তি ছড়িয়েছে তা থামাতে প্রয়োজনে রাজ্য সরকার কেন্দ্রীয় বাহিনীর সাহায্য নিতে পারে। যদিও কেন্দ্রীয় বাহিনীর সাহায্য নেওয়ার কথা ইতিমধ্যেই গেরুয়া শিবিরের পক্ষ থেকেও বলা হয়েছে। অন্যদিকে কেন্দ্রীয় বাহিনী নামানো প্রসঙ্গে যে মামলা হয়েছে হাইকোর্টে তারই পরিপ্রেক্ষিতে আগামী দু’দিনের মধ্যে রাজ্যের কাছ থেকে রিপোর্ট তলব করেছে হাইকোর্ট। আগামী 15 ই জুন এই মামলার পরবর্তী শুনানি। হাইকোর্টের নির্দেশে রাজ্য সরকার কি রিপোর্ট পেশ করে সেদিকে নজর থাকবে বিশেষজ্ঞদের।
নূপুর শর্মাকে হত্যা করার আগেই হাতেনাতে গ্রেফতার পাক জঙ্গি
ডিজিটাল ডেস্ক : বহিষ্কৃত বিজেপি নেত্রী নূপুর শর্মা (Nupur Sharma) বরাবরই বলে আসছেন তার প্রাণের আশঙ্কা রয়েছে। আর সে কথা...
Read more