নিউজ ডেস্ক: বিদায় ঘণ্টা বেজে গিয়েছে তৃণমূলের, আমরা নিশ্চিত, বাংলায় পরবর্তী সরকার গড়তে চলেছে বিজেপিই। বৃহস্পতিবার বেলা ১১.৩০ নাগাদ আকাশপথে বাঁকুড়ায় পৌঁছোন অমিত শাহ। এরপরই বাঁকুড়ার সভা থেকে এমনটাই দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
Paid floral tributes to legendary tribal leader Bhagwan Birsa Munda ji in Bankura, West Bengal today.
Birsa Munda ji’s life was dedicated towards the rights and upliftment of our tribal sisters & brothers. His courage, struggles and sacrifices continue to inspire all of us. pic.twitter.com/1PYgKiyDuY
— Amit Shah (@AmitShah) November 5, 2020
বাঁকুড়ায় পৌঁছে তিনি বলেন, ‘বিরসা মুণ্ডাকে শ্রদ্ধা জানিয়ে বাংলা সফর শুরু করলাম। বুধবার রাত থেকে বাংলার যেখানে ছিলাম সব জায়গায় মানুষের উৎসাহ দেখেছি। প্রচুর অভ্যর্থনা পেয়েছি। এটা থেকেই স্পষ্ট বোঝা যায়, মমতা সরকারের বিরুদ্ধে মানুষের সাংঘাতিক আক্রোশ তৈরি হয়েছে। আর নরেন্দ্র মোদির প্রতি তৈরি হয়েছে আশা ও শ্রদ্ধা।’
এরপর স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিজেপি কর্মীদের উপর যে ভাবে হামলা করা হচ্ছে, তাতে আমরা নিশ্চিত যে বাংলায় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পরবর্তী সরকার গড়বে বিজেপি। সীমান্ত রাজ্য হওয়ায় দেশের নিরাপত্তা বাংলার নিরাপত্তার সঙ্গে গভীরভাবে সংযুক্ত। আমি দেখতে পাচ্ছি, পরিবর্তনের আশা জ্বলজ্বল করছে এখানকার মানুষের চোখে। তা একমাত্র নরেন্দ্র মোদির নেতৃত্বেই সম্ভব।’