সামসী: আগুনে ভস্মীভূত এক অসহায় বৃদ্ধার বাড়ি সহ গবাদি পশু। মঙ্গলবার গভীররাতে ঘটনাটি ঘটেছে চাঁচল-২ ব্লকের ভাকরি গ্রাম পঞ্চায়েতের গোরখপুরে। ভিক্ষাবৃত্তি করে কোনওভাবে সংসার চালানোর জন্য একটি গোরু কিনেছিলেন ওই এলাকার বাসিন্দা জাহানারা বেওয়া। আগুনে বাড়ি, গোয়াল ঘর পুড়ে যায়। আগুনে পুড়ে মৃত্যু হয় একমাত্র সংসারের সম্বল গোরুটিরও। সংসার চালানো নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন অসহায় বৃদ্ধা। খবর পেয়ে ওই অসহায় বৃদ্ধার পাশে দাঁড়িয়েছেন এলাকার বিধায়ক তথা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম বকসি। এদিন বৃদ্ধাকে সরকারিভাবে সবরকম সাহায্যের পাশাপাশি ত্রিপল ও খাদ্য সামগ্রী ও নগদ অর্থ তুলে দেন তিনি। অগ্নিকাণ্ডে বাড়িতে থাকা আসবাবপত্রসহ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ঘরপোড়া জাহানারা। চাঁচল-২ এর বিডিও দিব্যজোতি দাস জানান, ক্ষতিগ্রস্ত পরিবারের তরফে সাহায্যের আবেদন জানালে তা খতিয়ে দেখে পর্যাপ্ত ত্রাণ সামগ্রী দেওয়া হবে।
আরও পড়ুন : কাশ্মীরে জঙ্গি হামলায় জখম দুই পরিযায়ী শ্রমিক ফিরলেন মালদায়