বর্ধমানঃ সিনেমার পর্দায় অ্যাকশন থ্রিলার মুভিতে বেপরোয়া চন্দন তস্কর ‘পুষ্পা’র কাহিনী হয়তো অনেকেই দেখেছেন। তবে এবার আর সিনেমার পর্দায় নয়, রিয়েল লাইফের এক ’পুষ্পার’ হদিশ মিলল পূর্ব বর্ধমান (Burdwan) জেলার কাটোয়ায়। এই ‘পুষ্পা’ কোন অস্ত্রসস্ত্রের ব্যবহার ছাড়াই নকল সোনার গহনা নিয়ে সোনার অলংকারের দোকানে ঢুকে আসল সোনার গহনা হাত সাফাই করে পালানোতে ওস্তাদ। তবে অবশ্য এই হাত সাফাই বেশিদিন তিনি চালাতে পারেন নি। বুধবার কাটোয়া শহরের একটি সোনার দোকান থেকে গহনা চুরি করে নিয়ে পালানোর কয়েক ঘন্টার মধ্যেই পুলিশ ওই মহিলাকে হাতেনাতে ধরে ফেলে। শেষ পর্যন্ত গহনা চোর পুষ্পা ধরা পড়ায় স্বস্তিতে কাটোয়ার স্বর্ণ ব্যবসায়ীরা।
পুলিশ জানিয়েছে, ধৃতের নাম পুষ্পা খাতুন। সম্পন্ন ঘরের ওই গৃহবধুর বাড়ি মুর্শিদাবাদ জেলার সালার থানার কুলুরি গ্রামে। এদিন কাটোয়া শহরের কাছারি রোডের একটি সোনার দোকানে ক্রেতা সেজে ঢুকে পুষ্পা খাতুন হাতসাফাই করে পালিয়েছিল। দোকান মালিক সিসিটিভির ফুটেজ দেখে চুরির বিষয়টি বুঝতে পেরে তৎক্ষনাৎ কাটোয়া থানায় অভিযোগ জানান। অভিযোগ পেয়েই দ্রুত মহিলার সন্ধানে নামে কাটোয়া থানার পুলিশ। শেষে কাটোয়া রেলস্টেশনের কাছে ওই মহিলা পুলিশের হাতে ধরা পরে। পুলিশের দাবি ধৃতের হেপাজত থেকে পাঁচ লক্ষাধিক টাকা মূল্যের চোরাই সোনার গহনা এবং নগদ ৩৩ হাজার টাকা উদ্ধার হয়েছে।
পুলিশ কর্তাদের কথায় জানা গিয়েছে, শুধু কাটোয়ায় নয়, গত সোমবারেও বীরভূমের লাভপুর থানা এলাকায় একটি সোনার দোকানে ক্রেতা সেজে ঢুকে গৃহবধূ পুষ্পা গহনা চুরি করে পালিয়েছিল। দোকান মালিক দোকানের সিসিটিভি ফুটেজ থেকে মহিলাকে চিহ্নিত করার পর তাঁর ছবি আশপাশের সমস্ত থানায় পাঠিয়ে দিয়েছিল লাভপুর থানার পুলিশ। এদিন কাছারি রোডের গহনার দোকানে চুরির অভিযোগে মহিলাকে গ্রেপ্তারের পরেই পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে।
জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, পুষ্পা খাতুনই লাভপুরের সোনার দোকানে চুরি করেছিল। তবে লাভপুর থানার পাঠানো সিসিটিভি ফুটেজে মহিলার সঙ্গে এক কিশোরকে দেখা গিয়েছে। ওই কিশোর মহিলার ছেলে কিনা তা জানার চেষ্টা পুলিশ চালাচ্ছে। জিজ্ঞাসাবাদে পুলিশ আরও জানতে পেরেছে মুর্শিদাবাদের সালার থানার কুলুরি গ্রামের বাসিন্দা ধৃত পুষ্পা খাতুনের স্বামীর হার্ডওয়্যারের ব্যবসা রয়েছে। ধনী পরিবারের বধূ হয়েও পুষ্পা কেন গহনা চুরিতে জড়িয়ে পড়লেন তা অবশ্য পুলিশের কাছে এখনও স্পষ্ট নয়।
আরও পড়ুন : রূপনারায়ণপুর বাজার এলাকা থেকে সজারু উদ্ধার করল বন দপ্তর