ডিজিটাল ডেস্ক: বলিউডে এ ছবি একবার নয়, হয়তো বারবার আসতে চলেছে। তেমনই ইঙ্গিত দিচ্ছে গোটা ইউনিট। আসলে মুখে মুখে ছড়াতে ছড়াতে এ ছবির প্রচার এবং প্রসার এতটাই ঊর্ধ্বমুখী যে, এর পরের অংশের জন্য এখন থেকেই মুখিয়ে থাকছেন দর্শকরা। প্রশ্ন উঠছে, এরপর কী!
পরিচালক বিবেক অগ্নিহোত্রী আগে বলেছিলেন, ভারতীয় গণতন্ত্রের তিনটি দিক নিয়ে তিনটি ছবি করছেন তিনি। তাসখন্দ ফাইলস, কাশ্মীর ফাইলস আর দিল্লি ফাইলস(Delhi Files)। প্রথমটি আগেই মুক্তি পেয়েছে। দর্শকদের ভালোবাসা পেলেও এর পরের অংশের কথা আর ভাবেননি পরিচালক। তবে কাশ্মীর ফাইলস(Kashmir Files) নিয়ে তেমনই ঘোষণা থাকলেও মত পালটাচ্ছেন বিবেক। বলেছন, এই ঘটনা নিয়ে টানা চারবছরের গবেষণা আছে তাঁর। তাই হাতে এতটাই তথ্য রয়েছে যে, সেগুলো নিয়ে পরের ছবির কথা ভাবতে বাধ্য হচ্ছে গোটা ইউনিট।
সাতশো পণ্ডিত পরিবারের কাহিনী এক এক করে সবটা জেনেছে বিবেকের রিসার্চ টিম। সবটারই ভীষণ মানবিক দিক রয়েছে। সেগুলো যদি একে একে আনতে হয়, তাহলে একটা ছবিতে কী হবে? পরিচালক বিবেক অগ্নিহোত্রী জানিয়েছেন, কাশ্মীর ফাইলস নিয়ে গোটা একটা সিরিজ তৈরি করার পরিকল্পনা আছে তাঁর। বিষযটি একটামাত্র ছবিতে কিছুই প্রায বলা সম্ভব হযনি। দেশের মানুষ আগে জানুক এই কাহিনী। কতবড় সত্যি তাদের চোখের আড়ালে রয়ে গেছে এতদিন! বিষয়টি জানানো তাঁর মানবিক কর্তব্য, এমনটাই মনে করেন পরিচালক।