ফাঁসিদেওয়া: শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়ার পুরোনো হাটখোলা এলাকায় চিতা বাঘ বেরোনোর ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আতঙ্ক ছড়াল। ঘটনাটি ঘটেছে বুধবার রাত সাড়ে ১০টা নাগাদ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন রাতে হঠাৎই চিতাবাঘ লোকালয়ে বেরিয়ে আসে। ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী ওই ঘনবসতিপূর্ণ এলাকায় এমন ঘটনায় এলাকাবাসী লাঠি হাতে সকলে বেরিয়ে পড়েন। ঘটনায় স্থানীয় স্বপ্না কানু নামে এক মহিলা আহত হয়েছেন।
স্থানীয়দের দাবি, এদিন রাতে হঠাৎই চিতাবাঘ বেরিয়ে এসে ওই মহিলার ওপর হামলা করে। মহিলার ঘাড়ে আঁচড় লেগেছে। এরপর পরিবারের সদস্যরা তাঁকে ফাঁসিদেওয়া গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান। এখন তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।
ফাঁসিদেওয়া থানার ওসি সুজিত দাস এবং ঘোষপুকুর বনদপ্তরের রেঞ্জার সোনম ভুটিয়া তাঁর দল নিয়ে ঘটনাস্থলে আসেন। এরপরই গোটা এলাকায় তল্লাশি চালানোর পাশাপাশি, শব্দবোমা ফাঁটানো হয়। তবে, খবর লেখা পর্যন্ত চিতাবাঘ উদ্ধার হয়নি।
স্বপ্না কানু জানিয়েছেন, রাতে ছেলেকে ভাত খেতে দেওয়ার সময় একটি বাঘ তাঁর ওপর হামলা করে। কিন্তু ওই এলাকায় এর আগে এই ধরনের ঘটনা ঘটেনি। জাগৃতী দেবনাথ নামে আরেকজন স্থানীয় জানিয়েছেন, তাঁর পেছন দিয়ে চিতা বাঘটি লাফিয়ে চলে গিয়েছে। এলাকাবাসীরা সকলেই আতঙ্কে রয়েছেন। প্রয়োজনে স্থানীয়দের দাবি মত খাঁচা বসানো হবে।
ঘোষপুকুর বনদপ্তরের রেঞ্জার সোনম ভুটিয়া জানিয়েছেন, ফাঁসিদেওয়া এলাকায় ঘটনাটি ঘটেছে। একজন মহিলা আহত হয়েছেন। বাঘ আপাতত লোকালয়ে নেই। আগামীকাল ফের এলাকায় তল্লাশি চালানো হবে।