উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: এবার ইজরায়েলে মুক্তি পাচ্ছে ‘দ্য কাশ্মীর ফাইলস’। বিবেক অগ্নিহোত্রী পরিচালিত কাশ্মীরি পণ্ডিতদের নিয়ে তৈরি এই ছবি দুর্দান্ত ব্যবসা করেছে ভারতে। এবার দেশের মাটি ছেড়ে ইজরায়েলে পাড়ি দিচ্ছে এই ছবি। আগামী ২৮ এপ্রিল ইজরায়েলের প্রেক্ষাগৃহে দেখা যাবে ‘দ্য কাশ্মীর ফাইলস’।
প্রসঙ্গত, ছবিটি লিখেছেন এবং পরিচালনা করেছেন বিবেক অগ্নিহোত্রী। অভিনয়ে অনুপম খের ছাড়াও ছিলেন মিঠুন চক্রবর্তী, দর্শন কুমার, পল্লবী জোশী, ভাষা সাম্বলি, চিন্ময় মন্ডেলকর সহ অন্যান্য অভিনেতারা। মুক্তির আগে বিতর্ক থাকলেও। ছবি মুক্তির পর দাপিয়ে ব্যবসা করেছিল ‘দ্য কাশ্মীর ফাইলস’। ভারতের একাধিক রাজ্যে এই ছবিকে করমুক্ত ঘোষণা করা হয়েছিল। এবার সেই ছবি পা রাখবে ইজরায়েলের মাটিতে।
আরও পড়ুন : আইনি জটিলতা থেকে স্বস্তি পেলেন শাহরুখ খান