ডিজিটাল ডেস্ক : দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে আবারও অশান্তি। কার্যত ভাঙড়ে পাওয়ার গ্রিড প্রকল্প শুরু হয়েছে। কিন্তু সেই প্রকল্পের গেটে এবার তালা ঝোলানো হল। জানা গিয়েছে, আন্দোলনকারীদের দাবি সরকারি চুক্তি অনুযায়ী সমস্ত প্রতিশ্রুতি পূরণ হয়নি। জমি রক্ষা কমিটির তরফ থেকে যুগ্ম সাধারণ সম্পাদক মির্জা হাসান জানিয়েছেন, তাঁদের হিমঘর এবং হাসপাতাল করে দেওয়ার দাবি মেনে নেওয়া হয়েছিল। কিন্তু এখনো পর্যন্ত হাসপাতাল কিংবা হিমঘর কোনটাই হয়নি। তাই অনির্দিষ্টকালের জন্য এবার অবস্থান বিক্ষোভ করার কথা জানিয়েছেন তাঁরা। অন্যদিকে ভাঙড়ের তৃণমূল নেতা কাইজার আহমেদ জানিয়েছেন, জমি কমিটির লোকজনের সমস্ত দাবি মেনে নেওয়া হয়েছিল। মানুষ ক্ষতিপূরণ পেয়ে গিয়েছেন। কিন্তু জমি কমিটির লোকজন এখন অহেতুক আন্দোলন করছেন। অন্যদিকে এই প্রসঙ্গে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিরুদ্ধে মিথ্যাচার করার অভিযোগ করেছেন। পাওয়ার গ্রিড শুরু নিয়ে এর আগে দীর্ঘদিন আন্দোলন হয়েছে ভাঙড়ে। আবারও নতুন করে অশান্তির কালো মেঘ ঘনিয়ে উঠছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার পানিহাটির তৃণমূল নেতা, চর্চা তুঙ্গে
ডিজিটাল ডেস্ক : রাজ্যের শাসক দলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তো ছিলই। এবার তার সঙ্গে যোগ হয়েছে নারী নির্যাতনের ঘটনা। প্রসঙ্গত,...
Read more