ডিজিটাল ডেস্ক : প্রথম থেকেই আবহাওয়াবিদদের নজর ছিল অশনির প্রবেশ পথের দিকে। রবিবার সকাল বা বিকেলের মধ্যেই এই গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হবার সম্ভাবনা। তবে শনিবার স্বস্তির খবর দিয়েছে আবহাওয়া দপ্তর। জানানো হয়েছে, বঙ্গোপসাগরের উপরে যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে তা উড়িষ্যা বা অন্ধপ্রদেশে আছড়ে পড়বে না, বরং দুই উপকূলের গা ঘেঁষে সমান্তরালভাবে বেরিয়ে যাবে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, উত্তর এবং অন্ধপ্রদেশ উপকূলে ল্যান্ডফল করার পর ঘূর্ণিঝড়টি উত্তর-পশ্চিম দিক দিয়ে অতিক্রম করবে। আরও জানা যাচ্ছে, শক্তি বাড়িয়ে অশনি রবিবার বিকেলে তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হবে। এবং আগামী ১০ ই মে অর্থাৎ মঙ্গলবার অন্ধ্র উপকূলের কাছে ঘূর্ণিঝড়টি পৌঁছাবে।সেখান থেকেই দক্ষিণ উপকূলের দিকে বাঁক নেওয়ার প্রভূত সম্ভাবনা থাকছে। কার্যত ৯ ই মে থেকে সমুদ্র উত্তাল হয়ে উঠবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। ওড়িশা উপকূলবর্তী বিভিন্ন অঞ্চলে আজ বিকেল থেকেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। ঘূর্ণিঝড়ের সতর্কতায় আগামী ১১ ই মে অবধি মৎস্যজীবীদের সমুদ্রে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে আবহাওয়া দপ্তর।
আরও পড়ুন : ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অশনি’, কতটা প্রভাব বাংলায়? জানাল আবহাওয়া দপ্তর