কিশনগঞ্জঃ ব্যাংক ম্যানেজারকে গুলি করে ১০ লক্ষ টাকা ছিনিয়ে নিল কতিপয় দুষ্কৃতী। শুক্রবার ঘটনাটি ঘটেছে বিহারের কাটিহারের (Katihar) আমেদাবাদ এলাকায়। দুষ্কৃতীদের ছোঁড়া গুলিতে গুরুতর জখম ব্যাংক ম্যানেজার।বর্তমানে তাঁর চিকিৎসা চলছে কাটিহার মেডিক্যাল কলেজে। ঘটনার তদন্ত শুরু করেছে কাটিহার পুলিশ।
জানাগেছে, কাটিহারের আমেদাবাদ এলাকার একটি কাস্টমার সার্ভিস পয়েন্টের জন্য মনিহারীর একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে ১০ লক্ষ টাকা তুলে ফিরছিলেন ব্যাংক ম্যানেজার অখিলেশ কুমার। ব্যাগে টাকা ভরে বাইকে ফেরার পথে আমেদাবাদ এলাকার কাটাসেতুর কাছে পথ আটকায় ৬ দুষ্কৃতী। বলপূর্বক টাকাভর্তি ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে বাধা দেয় ব্যাংক ম্যানেজার। বাধা পেয়েই আগ্নেয়াস্ত্র থেকে ম্যানেজারকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছোঁড়ে। গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়লে ১০ লক্ষ টাকা ভর্তি ব্যাগটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। গুরুতর জখম অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। পরে অবস্থার অবনতি হলে স্থানান্তরিত করা হয় কাটিহার মেডিক্যাল কলেজে। কাটিহারের পুলিশ সুপার জিতেন্দ্র কুমারের অনুমান, ব্যাংক ম্যানেজারের ব্যাংক থেকে টাকা তোলার বিষয়টি আগাম জানতে পেরেছিল দুষ্কৃতীরা। দুষ্কৃতীদের শনাক্তকরণের কাজ শুরু হয়েছে। তিনি আশাবাদী খুব শীঘ্রই ধরা পড়বে অভিযুক্তরা।
আরও পড়ুন: Agneepath Project | অগ্নিপথ প্রকল্পে আবেদন দুই লক্ষাধিকের, বিক্ষোভ-অশান্তিতে কাজ হল না