ডিজিটাল ডেস্ক : দীর্ঘদিন যাবৎ রাজ্যের তৃণমূল সরকার অভিযোগ জানিয়ে আসছে, কেন্দ্রের বিভিন্ন প্রকল্প চললেও তাতে টাকা দিচ্ছেনা কেন্দ্রীয় সরকার। অন্যদিকে রাজ্য বিজেপির তরফ থেকে বহুবার অভিযোগ করা হয়েছে, কেন্দ্রীয় প্রকল্পের নাম বদল করে দিচ্ছে রাজ্যের তৃণমূল সরকার। আর এই পরিপ্রেক্ষিতে এবার কেন্দ্রের তরফ থেকে রাজ্যকে চিঠি দিয়ে বলা হয়েছে, আবাস যোজনায় প্রধানমন্ত্রীর নাম যুক্ত না করলে টাকা দেওয়া হবে না। প্রসঙ্গত ২০১৬-১৭ আর্থিক বছর থেকে রাজ্যে বাংলা আবাস যোজনা প্রকল্প শুরু হয়। কেন্দ্রীয় সরকার সূত্রে জানা গিয়েছে, নাম বদল নিয়ে ২০১৭ সালে রাজ্যকে চিঠি দেওয়া হয়। এরপর ২০২২ এ আবার একটি চিঠি দেওয়া হয়। তারপরও রাজ্যের থেকে কোনো সদুত্তর না পেয়ে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সম্প্রতি তৃণমূল সাংসদদের একটি প্রতিনিধিদল দিল্লিতে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিংহের সঙ্গে দেখা করেন এবং একগুচ্ছ অভিযোগ জানান। আর তারপরেই কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের তরফ থেকে নবান্নে (Nabanna) চিঠি আসলো বলে জানা যাচ্ছে। চিঠিতে অভিযোগ করা হয়েছে, প্রধানমন্ত্রী আবাস যোজনার নাম বদলে বাংলা আবাস যোজনায় কার্যত নিয়ম ভঙ্গ হয়েছে। এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এখনো পর্যন্ত রাজ্য সরকারের প্রতিক্রিয়া জানা যায়নি। তবে এই নিয়ে যে কেন্দ্র-রাজ্য চাপানউতোর বাড়বে, সে ব্যাপারে নিঃসন্দেহ থাকা যায়।
আরও পড়ুন : লোকসভা নির্বাচনের আগে রাজ্যে বিজেপির অবস্থা কেমন? কি বলছে সমীক্ষা?