ডিজিটাল ডেস্ক: আগামী ১৪ ই ফেব্রুয়ারি উত্তরাখণ্ডের বিধানসভার নির্বাচন হতে চলেছে। আর তাই নিয়ে জাতীয় রাজনীতিতে শুরু হয়ে গিয়েছে ব্যাপক শোরগোল। কার্যত গেরুয়া শিবিরের পক্ষ থেকে উত্তরাখণ্ড বিধানসভা নির্বাচনে প্রচারের ওপর বিশেষ জোর দেওয়া হচ্ছে। আর এবার বিজেপির শীর্ষ নেতৃত্ব নির্ধারিত উত্তরাখণ্ডের তারকা প্রচারকের তালিকায় জায়গা করে নিলেন হুগলির সাংসদ তথা বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। প্রসঙ্গত, জাতীয় স্তরে হুগলির সাংসদের গুরুত্ব আগেই বেড়েছিল। তাঁকে উত্তরাখণ্ডের সহ পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছিল। তারকা প্রচারকের নতুন দায়িত্ব পেয়ে লকেট চট্টোপাধ্যায় অত্যন্ত খুশি প্রকাশ করেছেন। পাশাপশি রাজনৈতিক মহলের অনেকেই মনে করছেন, জাতীয় রাজনীতিতে লকেট চট্টোপাধ্যায়ের যেভাবে গুরুত্ব বাড়ছে তা যথেষ্ট উল্লেখযোগ্য।