ডিজিটাল ডেস্ক: আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিগ্রহের ঘটনায় কিছুদিন আগেই ব্যাপক বিতর্ক তৈরি হয়েছিল। সেসময় আলিয়া বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য মহম্মদ আলি উপাচার্যের দায়িত্ব থেকে সরে যাওয়ার কথা বলেন। তারই পরিপ্রেক্ষিতে এবার আলিয়া বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন শেখ আবু তাহের কামারুদ্দিন। জানা গেছে, তিনি মাদ্রাসা শিক্ষা পর্ষদেরও সভাপতি। যতক্ষণ না আলিয়া বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য নিয়োগ হচ্ছে, ততদিন পর্যন্ত আবু তাহের কামারুদ্দিন আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পালন করবেন বলে জানা যাচ্ছে। মঙ্গলবার আলিয়া বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য মহম্মদ আলির মেয়াদ শেষ হচ্ছে। স্বাভাবিকভাবেই এখন দেখার, নতুন উপাচার্য পদের দায়িত্ব নিয়ে শেখ আবু তাহের কামারুদ্দিন কতটা প্রভাব বিস্তার করতে পারেন বিশ্ববিদ্যালয়ে!
আরও পড়ুন: পার্থ চট্টোপাধ্যায়ের সিবিআই হাজিরার নির্দেশে স্থগিতাদেশের মেয়াদ বাড়ল