রায়গঞ্জ: উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে জ্বর, শ্বাসকষ্ট ও সর্দিকাশিতে আক্রান্ত শিশুদের সংখ্যা বেড়েই চলেছে। তার উপরে দোসর হয়েছে ডেঙ্গি ও ম্যালেরিয়া। জেলা স্বাস্থ্য দফতর সূত্রের খবর, বর্তমানে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গি ও ম্যালেরিয়া নিয়ে ৪২ জন চিকিৎসাধীন রয়েছেন। রবিবার সকাল থেকে আরও ২০ জন শিশু জ্বর শ্বাসকষ্ট ও সর্দি কাশির সমস্যা নিয়ে ভর্তি হয়েছে। রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যক্ষ প্রিয়ঙ্কর রায় জানান, জেলায় এখনও চিকিৎসাধীন কোনও শিশুর শরীরে করোনা সংক্রমণ মেলেনি। নিউমোনিয়ার কারণে শিশুরা জ্বর, শ্বাসকষ্ট ও সর্দিকাশিতে আক্রান্ত হচ্ছে। শিশু চিকিৎসায় রায়গঞ্জ মেডিকেলে বিশেষ টিম গঠন করা হয়েছে। শিশুরোগ বিশেষজ্ঞদের বক্তব্য, অধিকাংশ শিশুর রক্তের নমুনায় ম্যালেরিয়া ধরা পড়েছে। আতঙ্কের কোন কারণ নেই শিশুরা সুস্থ হয়ে উঠছে।
নকশালবাড়িতে মাথা চাড়া দিচ্ছে ডেঙ্গি সংক্রমণ
নকশালবাড়ি: শীতের মরশুমেও শিলিগুড়ি(Siliguri) মহকুমাতে ডেঙ্গি মাথা চারা দিয়ে উঠছে। চলতি বছরের শুরুতেই ডেঙ্গি আতঙ্কে ভুগছেন নকশালবাড়ির একাধিক সংসদ এলাকা।...
Read more