বর্ধমান, ২৬ মার্চ: অবশেষে পুলিশের হস্তক্ষেপে পূর্ব বর্ধমানের অউশগ্রামের বাজারে পেঁয়াজের কালোবাজারি বন্ধ হল। অভিযোগ ছিল, লকডাউন শুরু হতেই একাংশ ব্যবসায়ী দ্বিগুণ দামে পেঁয়াজ বিক্রি করছিলেন। ২০ টাকা কেজির পেঁয়াজ ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছিল আউশগ্রামের বেলাড়ি সব্জি বাজার সহ গ্রামের অন্য বাজারগুলিতে। পেঁয়াজের ফের বাজার আরও চড়বে এই আশঙ্কায় লোকজন করোনা সংক্রান্ত সরকারি নির্দেশিকার সামাজিক দূরত্ব না মেনেই বুধবার তা কিনতে ভিড় জমিয়েছিলেন।
এই খবর উত্তরবঙ্গ সংবাদের পোর্টালে প্রকাশ হতেই নড়েচড়ে বসে পূর্ব বর্ধমান জেলা প্রশাসন ও পুলিশ। পেঁয়াজের কালোবাজারি রুখতে বৃহস্পতিবার সকাল থেকে আসরে নামেন পুলিশ কর্মীরা। আউশগ্রামের কয়রাপুর সহ অন্য সব্জি বাজারে পুলিশের অভিযান হতেই পুরনো দামে পেঁয়াজ বিক্রি শুরু হয়। পেঁয়াজ, ডিম সহ অন্য যেকোনও খাদ্যসামগ্রী অতিরিক্ত দামে কেউ বিক্রি করলে কড়া ব্যবস্থা নেওয়া বলে বলে পুলিশ অফিসাররা ব্যবসায়ীদের সতর্ক করে দেন।
এ দিন পুলিশি হস্তক্ষেপে পেঁয়াজ ৩০ টাকা কেজিতে নেমে আসে। নতুন পেঁয়াজ যাঁরা ৩০-৩৫ টাকা কেজি দামে বিক্রি করেছিলেন তাঁরাও সেই পেঁয়াজ ২০-২২ টাকা প্রতি কেজি দামে বিক্রি করেন। পুলিশের হস্তক্ষেপে পেঁয়াজের দাম কমে যাওয়ায় স্বস্তি ফেরে আউশগ্রামের সাধারণ মানুষের। এমন অভিযান লাগাতার চলবে বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।