খড়িবাড়িঃ ২৬ জুন শিলিগুড়ি (Siliguri) মহকুমা পরিষদ ও জিটিএ নির্বাচন। নির্বিঘ্নে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করতে সিল করে দেওয়া হল ভারত-নেপাল সীমান্তের পানিট্যাঙ্কি বর্ডার। নির্বাচন কমিশনের নির্দেশে শুক্রবার বিকেল ৫টা থেকে সিল করে দেওয়া হয় ভারত-নেপাল সীমান্ত। রবিবার ভোটদান প্রক্রিয়া শেষ হওয়ার পর সেদিন সন্ধ্যার পর থেকেই ফের সীমান্ত খুলে দেওয়া হবে বলে এসএসবি সূত্রে জানা যায়।
শুক্রবার হঠাৎ সীমান্ত সিল করে দেওয়ায় বহু ভারতীয় নাগরিক নেপালে আটকে পরে। শুধুমাত্র ভারতীয় ভোটারদের নির্দিষ্ট পরিচয় পত্র থাকলে তবেই নেপাল থেকে ভারতে ঢুকতে দেওয়া হচ্ছে বলে জানাগেছে। এছাড়া চিকিৎসা কিংবা বিমানযাত্রীদের জরুরি ভিত্তিতে নেপাল থেকে ভারতে ঢুকতে দেওয়া হচ্ছে। অন্যান্য জরুরি পরিষেবাও স্বাভাবিক থাকবে। তবে ভারতে থাকা নেপালের নাগরিকদের নেপালে ঢুকতে দেওয়া হচ্ছে। শিলিগুড়ি মহকুমা লাগোয়া ভারত-নেপাল সীমান্ত এলাকায় বাড়ান হয়েছে এসএসবি জওয়ানের সংখ্যা। চলছে সীমান্তে টহলদারি। নির্বাচন শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করতে এবং কোনরকম দুষ্কৃতী যাতে ভারতে প্রবেশ করে কোন রকম অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে সেকারণেই সীমান্তে এই কড়াকড়ি বলে জানা গেছে। খড়িবাড়ি ব্লক নির্বাচন আধিকারিক তথা বিডিও নিরঞ্জন বর্মন জানান, নির্বিঘ্নে ভোট প্রক্রিয়া সম্পন্ন করতে সীমান্ত সিল করা হয়েছে। ২৬ জুন ভোট শেষে হওয়ার পর সন্ধ্যা থেকে সীমান্ত খুলে দেওয়ার নির্দেশ রয়েছে।