Online Desk: উড়ন্ত বিমান থেকে পাইলটের ক্যামেরায় ধরা পড়ল ইউএফও’র আলোকবিন্দু! সম্প্রতি, প্রশান্ত মহাসাগরের ওপর দিয়ে যাওয়ার সময় বিমানচালকের নজরে আসে রহস্যময় ওই আলোকবিন্দু। যা ক্রমশ সামনের দিকে এগিয়ে চলছিল।
সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ভাইরাল হয়। মাটি থেকে ৩৯ হাজার ফুট উচুঁতে বিমানের ককপিটে বসেছিলেন পাইলট। সেইসময় প্রশান্ত মহাসাগরের ওপরে ১২টি আলোর বিন্দু দেখতে পান তিনি। দেখামাত্রই মোবাইলবন্দি করেন সেই দৃশ্য। নেটিজেনদের দাবি, বহুদিন পর দেখা এটি সেরা ইউএফও ক্যাপচার।