ডিজিটাল ডেস্ক : মহারাষ্ট্রে ক্রমশ প্রকট হচ্ছে সরকার পড়ে যাবার আশঙ্কা। ইতিমধ্যেই একনাথ শিন্ডে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন উদ্ধব ঠাকরে সরকারকে। আর এসবের মধ্যেই এবার মহারাষ্ট্রের খানের বিভিন্ন এলাকায় শিবসেনা (Shivsena) নেতা এবং সাংসদ সঞ্জয় রাউতের বিরুদ্ধে পোস্টার দেখা গেল। এই পোস্টারের বয়ানে বোঝাই যাচ্ছে, শিবসেনার অন্দরে ক্ষমতার কেন্দ্রের বদল ঘটেছে। পাশাপাশি বোঝাই যাচ্ছে, শিবসেনার অন্দরে চলছে প্রবল অন্তর্দ্বন্দ্ব। বর্তমানে শিবসেনার কেন্দ্রে উদ্ধব ঠাকরে নয় বরং একনাথ শিন্ডে উঠে এসেছেন। থানে এবং রায়গড়ে একনাথ শিন্ডের ছবি দিয়ে পোস্টার লাগানো হয়েছে। যেখানে বালাসাহেব ঠাকরে বা তাঁর পরিবারের কারোর ছবি নেই। অন্যদিকে সঞ্জয় রাউতকে আক্রমণ করে একটি বিতর্কিত পোস্টার লাগিয়েছেন শিবসেনার কর্পোরেটর দীপমালা বাধে তাঁর নিজের বাড়ির সামনে। আর সেই পোস্টারে সঞ্জয় রাউতকে তীব্র কটাক্ষ করা হয়েছে। ঘটনাটি নিয়ে অবশ্য এখনো পর্যন্ত বর্তমান শিবসেনার কর্ণধার উদ্ধব ঠাকরে কিংবা সঞ্জয় রাউত কারোরই কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে সবকিছু দেখে বিশেষজ্ঞরা মনে করছেন, মহারাষ্ট্রের ক্ষমতা বদল শুধুমাত্র সময়ের অপেক্ষা।
ফোন ধরে ‘হ্যালো’ নয়, বলতে হবে ‘বন্দে মাতরম’, নির্দেশ মন্ত্রীর
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ফোন করে আর ‘হ্যালো’ বলা যাবে না, বলতে হবে ‘বন্দে মাতরম’। এমনই নির্দেশ দিয়েছেন মহারাষ্ট্রের সংস্কৃতি...
Read more