সমীর দাস, হাসিমারা: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার হাসিমারায় আসছেন বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। যদিও তিনি কোন জনসভা করতে আসছেন না। প্রশাসন সূত্রে খবর বৃহস্পতিবার বেলা ১০ টা নাগাদ তিনি হাসিমারা বায়ুসেনা ছাউনিতে বিশেষ বিমানে নামবেন। এরপর তিনি সেনাবাহিনীর বিশেষ চপারে অসমে যাবেন রাজনৈতিক কর্মসূচিতে। হাসিমারা বায়ুসেনা ছাউনিতে তিনি বিজেপির কয়েকজন শীর্ষ নেতার সাথে কিছুটা সময় কাটাবেন বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, গত লোকসভা নির্বাচনের আগে এভাবেই কিছু সময়ের জন্য তিনি হাসিমারা বায়ুসেনা ঘাঁটিতে নেমে চপারে অসম গিয়েছিলেন।