উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: জীবনের ঝুঁকি নিয়ে বৃদ্ধের জীবন বাঁচালেন রেলকর্মী(rail worker)। চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে বৃদ্ধকে উদ্ধার করেন খড়গপুরের(Kharagpur) বাসিন্দা সতীশ কুমার। পেশায় রেলের পয়েন্টসম্যান সতীশ। বৃহস্পতিবার ভোরে সাড়ে পাঁচটা নাগাদ বালিচক স্টেশনে সিগন্যালের দায়িত্বে ছিলেন তিনি। সেই সময় তিনি লক্ষ্য করেন এক বৃদ্ধ ভারসাম্য হারিয়ে লাইনে পড়ে গিয়েছেন। কোনও দিকে না তাকিয়ে সতীশ বাবু হাতের সবুজ পতাকা ফেলে দিয়ে লাইনে ঝাঁপ দিয়ে কোনওমতে বৃদ্ধকে টেনে তুলে আনেন। রেলের তরফেই এই সিসিটিভি ফুটেজ প্রকাশ করা হয়েছে। আর তা সামনে আসতেই সতীশবাবুকে দক্ষিণ-পূর্ব রেলের খড়গপুর ডিভিশনের তরফ থেকে সম্মানিত করা হয়। সতীশ বলেন, ‘আমি আমার কর্তব্য করেছি মাত্র।’
A precious life saved by on duty staff Sri H.SATISH KUMAR ,LR/PM-A/KGP at BALICHAK station on 23/06/22. pic.twitter.com/ifVx4v6V3d
— Swarnendu Das – Tv9 (@SwarnenduDas1) June 23, 2022
আরও পড়ুনঃ হতে চলেছে জিএসটি পরিষদের বৈঠক, কেন্দ্র ও রাজ্যের সঙ্ঘাতের অনুমান