চাঁচল: চাঁচল (Chanchal) সুপার স্পেশালিটি হাসপাতালে রোগীর পরিজনদের জন্য নির্দিষ্ট কোন বিশ্রামাগার না থাকায় প্রতিনিয়ত রোগীদের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এই কারনে জেলা পরিষদের সভাধিপতি এটিএম রফিকুল হোসেন হাসপাতাল প্রাঙ্গন পরির্দশন করেন এবং এই বিশ্রামাগার তৈরির কাজ দ্রুত শুরু হবে বলে আশ্বাস দেন। এছাড়াও উপস্থিত ছিলেন সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার কুমারেশ ঘোষও। মালদা জেলা পরিষদের সভাধিপতি এটিএম রফিকুল হোসেন জানান, চলতি মাসের ১১ তারিখে হাসপাতাল পরিদর্শনে আসেন জেলাশাসক নীতিন সিংহানিয়া। সেখানে আলোচনা করে প্রতীক্ষালয় নির্মাণের নির্দেশ দেন জেলাশাসক। জেলাশাসকের নির্দেশের পর এদিন জেলা পরিষদের পক্ষ থেকে হাসপাতালে রোগীর পরিজনদের প্রতীক্ষালয়ের জায়গা পরিদর্শন করা হয়েছে।
আরও পড়ুন : বিভিন্ন বিষয় নিয়ে কাউন্সিলারদের সঙ্গে বৈঠকে মালদার জেলাশাসক