ডিজিটাল ডেস্ক: এসএফআইয়ের (SFI) অনুষ্ঠানের জন্য আগে থেকে আবেদন করেও পাওয়া গেলনা হল। হল না পেয়ে সভাস্থল বদলাতে হল এসএফআইকে। কার্যত, ছাত্রনেতা আনিস খানের (ANISH KHAN) মৃত্যুর বিচারের দাবিতে এবং আরেক ছাত্রনেতা সুদীপ্ত গুপ্তর স্মৃতিতে ‘শহীদ দিবস’ পালন করার উদ্দেশ্যে আজ শনিবার ইউনিভার্সিটি ইনস্টিটিউটে ছাত্র সমাবেশের ডাক দিয়েছিল এসএফআই। কিন্তু শেষ মুহুর্তেও অনুমতি না মেলায় সভাস্থল ইউনিভার্সিটি ইনস্টিটিউট হল থেকে সরে যাচ্ছে সিটু রাজ্য দপ্তর শ্রমিক ভবনে। এই ঘটনায় এসএফআইয়ের তরফ থেকে ব্যাপক ক্ষোভ জানানো হয়েছে। অভিযোগ জানানো হয়েছে, নিয়ম মেনে আবেদন করার পরেও শুক্রবার রাত পর্যন্ত প্রেক্ষাগৃহ ব্যবহারের অনুমতি দেয়নি তথ্য ও সংস্কৃতি দপ্তর। সংগঠনের সম্পাদক সুজন ভট্টাচার্য জানিয়েছেন, সভার স্থান ছাড়া আর কিছুই বদলাবে না। পাশাপাশি এই নিয়ে শুরু বিতর্ক।
আরও পড়ুন : শনিবার শুরু হচ্ছে এবারের উচ্চমাধ্যমিক, পরীক্ষার্থীদের শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর