ডিজিটাল ডেস্ক : আগেই জানা গেছে জোয়া আখতার পরিচালিত ‘দ্য আর্চিস’ (The Archies) এ অভিনয় করছেন একগুচ্ছ নতুন তারকা। এতদিন পর্যন্ত উঠিতে চলছিল শুটিং। শুটিং করতে করতেই সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি শেয়ার করেছেন সুহানা খান, খুশি কাপুররা। কিন্তু এবার শুটিং হল শেষ। প্রত্যেকের মুম্বাই ফেরার পালা। এদিন মুম্বাই বিমানবন্দরে শুটিং সেরে ফিরতে দেখা গেল সুহানা খান, খুশি কাপুর এবং অগস্ত্য নন্দাকে। শাহরুখ কন্যা সুহানাকে কালো ফুলহাতা টি-শার্ট এবং কালো প্যান্ট পরে মুম্বাই (Mumbai) বিমানবন্দরে দেখা যায়। অন্যদিকে অগস্ত্য নন্দাকে দেখা যায় মুম্বাই বিমানবন্দরে এক বান্ধবীর সঙ্গে। তাঁর বোন নভ্যা নভেলি নন্দা তাঁকে নিতে আসে। এদিন খুশি কাপুরকেও বিমানবন্দর থেকে বাড়ি ফিরতে দেখা যায়। আপাতত জানা গিয়েছে, কমিক বই এর চরিত্র আর্চি জোয়া আখতারের হাত ধরে ভারতীয় ছবির সংস্করণে ওটিটি প্লাটফর্মে মুক্তি পেতে চলেছে। এই ছবি ঘিরে দর্শকদের কৌতুহল ক্রমশ বাড়ছে।
হৃত্বিকের জন্য ছবির বাজেট গেল বেড়ে, চিন্তা বাড়ছে পরিচালক ও প্রযোজকের
ডিজিটাল ডেস্ক : দক্ষিণী ছবির রিমেক হওয়া নতুন কিছু নয়। বলিউডে এবার জনপ্রিয় তামিল ছবি 'বিক্রম ভেদা'র হিন্দি রিমেক হতে...
Read more