ডিজিটাল ডেস্ক: করোনা পরিস্থিতিতে রাজ্যের অর্থনৈতিক পরিস্থিতি টালমাটাল হলেও রাজ্যের কোষাগার কিন্তু ভরিয়ে চলেছে অপর্যাপ্ত মদ বিক্রি। জানা যাচ্ছে, গত দেড় বছরে মদ বিক্রির পরিমাণ এতটাই বেড়েছে রাজ্যে, যাতে পুরনো সব রেকর্ড ভেঙে যাচ্ছে। ২০১৭-১৮ এবং ২০১৮-১৯ এর থেকে গত দেড় বছরে মদ বিক্রির পরিমাণ অনেকটাই বেড়েছে। জানা যাচ্ছে, ২০২০ র জুন মাস থেকে ২০২১ সালের ডিসেম্বর মাস পর্যন্ত শুধুমাত্র মদ বিক্রি করে রাজ্যের আয় হয়েছে ২৩ হাজার কোটি টাকা। উল্লেখযোগ্যভাবে জানা যাচ্ছে, গত ২৪ শে ডিসেম্বর থেকে পয়লা জানুয়ারি পর্যন্ত গড়ে মদ বিক্রির পরিমাণ থেকে রাজ্যের কোষাগারে আসছে ৭০ থেকে ৭৫ কোটি টাকা। শুধু তাই নয়, গত দেড়মাসে জানা যাচ্ছে যত মদ বিক্রি হয়েছে তার মধ্যে ৩৫% দেশী মদ এবং তারপর সবথেকে বেশি বিক্রি হয়েছে বিয়ার। সব মিলিয়ে করোনার ধাক্কায় টালমাটাল হলেও মদ বিক্রির হাত ধরে কিন্তু রাজ্যের আর্থিক পরিস্থিতি যথেষ্ট স্থিতিশীল বলেই মনে করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা।
আরও পড়ুন : নতুনভাবে ট্রাফিক সিগন্যালিংয়ের প্রস্তুতি লালবাজারের