ডিজিটাল ডেস্ক : কার্যত পরিকল্পনার অভাবে মুখ থুবড়ে পড়ছে কন্যাশ্রী লাইব্রেরী (Kanyashree library)। রাজ্যের সাথে সাথে সারা বিশ্বে সমাদৃত হয়েছে কন্যাশ্রী। বছর চারেক আগে ঝাড়গ্রাম (Jhargram) জেলার বেলিয়াবেরার তপসিয়ায় সরকারি উদ্যোগে চালু হওয়া কন্যাশ্রী আওতাভুক্ত কন্যাশ্রী পাঠাগার বন্ধ হবার মুখে। তার কারণ পাঠাগারে নেই কোনো স্থায়ী গ্রন্থাগারিক। নেই সরকারি বরাদ্দ। তাই এবার হাজার দুয়েক বই নিয়ে যাওয়া হয়েছে ব্লক অফিসের একটি ঘরে। সেখান থেকেই চলছে বই দেওয়া-নেওয়া। বসে পড়ার কোনো ব্যবস্থা নেই সেখানে। সব মিলিয়ে জানা যাচ্ছে, ব্লক প্রশাসনের উদ্যোগে এই পাঠাগার চালু হলেও গ্রন্থাগার দপ্তরের অনুমোদন নেওয়া হয়নি। যার ফলে পাঠাগারটি গ্রন্থাগার দপ্তরের অধীনেও নয়। সঠিক পরিকাঠামো না থাকার ফলে পাঠাগারটি বন্ধ হবার মুখে। স্থানীয় বাসিন্দাদের দাবি, কন্যাশ্রী পাঠাগারটি সরকারি হস্তক্ষেপে আবার নতুন করে শুরু হোক। তবে এ ব্যাপারে সরকার কী সিদ্ধান্ত নেবে, সেটাই এখন দেখার।
আরও পড়ুন : রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস, উত্তরে ভারী বৃষ্টির সম্ভাবনা