রায়গঞ্জ: লরির সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক কলেজ ছাত্রের। পাশাপাশি জখম হল আরও একজন। শুক্রবার ইটাহার থেকে মায়ের ওষুধ নিয়ে বাড়ি ফেরার পথে তিলনা এলাকার রাজ্য সড়কের উপরে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে ইটাহার থানার। ঘাতক গাড়িটিকে আটক করেছে ইটাহার থানার পুলিশ।
পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃত ছাত্রের নাম বাবাই বৈশ্য(২১)। মেঘনাথ সাহা কলেজের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন তিনি। দুর্ঘটনায় জখম যুবকের নাম বাসুদেব দেবশর্মা। কালিয়াগঞ্জ থানার মাঝিহার গ্রামের বাসিন্দা। স্থানীয় বাসিন্দা ও পুলিশের তৎপরতায় দুর্ঘটনাগ্রস্ত দুই যুবককে উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে একজনকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। অপর যুবককে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে রেফার করা হয়েছে।
মৃতের দাদা বলেন, ‘মায়ের ওষুধ নিতে ইটাহারে গিয়েছিল আমার ভাই। বিপরীত দিক থেকে আসা একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারলে এই দুর্ঘটনা ঘটে।‘