মুম্বই: মুম্বই: মহারাষ্ট্রে আগামীকালই আস্থাভোটের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। উল্লেখ্য গতকালই ৩০ জুন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে বিধানসভায় শক্তি পরীক্ষার নির্দেশ দিয়েছিলেন মহারাষ্ট্রের রাজ্যপাল ভগত শিং কোশিয়ারি। কিন্তু এই সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন শিবসেনার মুখ্য সচেতক সুনীল প্রভু। রাজ্যপালের নির্দেশের উপর স্থগিতাদেশ চেয়ে শীর্ষ আদালতে আবেদন জানান তিনি।
আজই জরুরি ভিত্তিতে শিবসেনার আবেদনের শুনানি শুরু হয় বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জেবি পাড়িয়ালাকে নিয়ে গঠিত শীর্ষ আদালতের বেঞ্চে। রাতের দিকে উদ্ধব ঠাকরের আবেদন নাকচ করে দিয়ে দুই বিচারপতির বেঞ্চ জানায়, রাজ্যপালের নির্দেশ মতোই ১১টায় বিধানসভার বিশেষ অধিবেশন শুরু হবে। বিকেল ৫টার মধ্যে আস্থাভোট শেষ করার নির্দেশও দিয়েছে শীর্ষ আদালত।
আরও পড়ুনঃ মেঘালয় থেকে কী বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়?