ডিজিটাল ডেস্ক : ক্রিকেট থেকে রাজনীতি- সর্বদাই চর্চায় থেকেছেন নভজ্যোত সিং সিধু(Navjot Singh Sidhu)। প্রসঙ্গত, নভজ্যোত সিং সিধুকে নিয়ে বিতর্ক কম হয়নি। সেরকম একটি বিতর্কিত মামলায় এবার সুপ্রিম কোর্ট নভজ্যোত সিং সিধুকে এক বছরের কারাদণ্ড দিল। জানা গিয়েছে, ১৯৮৮ সালে পথ হিংসা মামলায় সাজা পেলেন কংগ্রেস নেতা নভজ্যোত সিং সিধু। সিধুর বিরুদ্ধে অভিযোগ, ৩৪ বছর আগে পাঞ্জাবের রাস্তায় দাঁড়িয়ে এক ব্যক্তিকে মারধোর করেছিলেন সিধু। মাথায় আঘাত পেয়ে সেই ব্যক্তির মৃত্যু হয়। আর সেই মামলাতেই সুপ্রিম কোর্টের সাজা পেলেন নভজ্যোত সিং সিধু। আদালত তাঁকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে। যথারীতি সুপ্রিম কোর্টের এই নির্দেশের পর সিধু কি পদক্ষেপ গ্রহণ করে, সেটাই দেখার। অন্যদিকে এই রায়ের ফলে কংগ্রেসে বাড়ল অস্বস্তি।
আরও পড়ুন : জ্ঞানবাপী মামলা একদিনের জন্য স্থগিতের নির্দেশ সুপ্রিম কোর্টের, কেন?