রায়গঞ্জ: দীর্ঘ দু’বছর স্কুল বন্ধ থাকার পর এপ্রিল থেকে ফের পঠনপাঠন শুরু হয়েছে। তবে করোনাকালে দীর্ঘদিন স্কুল বন্ধ থাকায় অনেকের স্কুলে আসার প্রবণতা কমে গিয়েছে। স্কুলে আসলেও তারা থাকতে চায় না। অনেকসময় দেখা যায় শিশুরা মাঝেমধ্যে স্কুলে না এসে গ্রামেই খেলাধুলা করে। শিশুদের স্কুলমুখী করার পাশাপাশি একঘেয়েমি কাটাতে নিয়মিত অভিনব কায়দায় পাঠদান করেন মাড়াইকুড়া এফপি স্কুলের শিক্ষিকা ভারতীরায় চক্রবর্তী। খোলা আকাশের নীচে অথবা শ্রেণীকক্ষের মধ্যে বিভিন্ন ছড়া নাচ এবং গানের মাধ্যমে পাঠদান করেন তিনি। ইতিমধ্যে তার পাঠদানের অভিনব কায়দার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভারতীদেবী প্রায়দিন স্কুলের সামনের মাঠে বৃত্তাকারে খুদে পড়ুয়াদের দাঁড় করিয়ে মাঝখানে নিজে দাঁড়িয়ে অভিনব কায়দায় একের পর এক ছড়া বলেন। তার সঙ্গে তাল মিলিয়ে পড়ুয়ারা সেই ছড়াগুলি বলতে থাকে।
ভারতীদেবী বলেন, ‘এভাবে শিশুদের বহুদিন ধরে পড়াচ্ছি। এতে শিশুরা পড়াশোনার প্রতি আকর্ষিত হয় এবং শিশুদের পড়াশোনার প্রতি আগ্রহ বৃদ্ধি পায়। দু’বছর স্কুল বন্ধ থাকায় অনেক শিশুই স্কুলে আসতে চায় না। তাই এই অভিনব উদ্যোগ দেখে শিশুরা বিদ্যালয়মুখী হচ্ছে। ছাত্র-ছাত্রীর সংখ্যা বেড়েছে। আমি যখন এই বিদ্যালয়ে বদলি হয়ে আসি তখন ৭২ জন পড়ুয়া ছিল। এখন প্রায় ১৬০ জন।’ মাড়াইকুড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান কমল দেবশর্মা বলেন, ‘প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অনেক ছোট। তাই তাদের খেলার ছলে শিক্ষাদান করলে স্কুলের প্রতি আগ্রহী হয়ে উঠবে। খেলার ছলে বা অভিনব কায়দায় পড়ানো বেশি পছন্দ করে গ্রামাঞ্চলের পড়ুয়ারা। ভারতীদেবীর এই প্রয়াসকে সাধুবাদ জানাই।’
আরও পড়ুন: গর্ভবতী মায়েদের বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা কিশনগঞ্জে