বর্ধমানঃ সেমি হাইস্পিড বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনকে নিয়ে মানুষের উন্মাদনা কম নেই। নতুন বছরের শুরুতে বাংলায় এই ট্রেন চলাচল শুরু হওয়ায় সাধারন মানুষের মধ্যে বন্দে ভারত নিয়ে আগ্রহ আরও বেড়েছে। আর এই কারণেই এবার সরস্বতী পুজোর মণ্ডপ সজ্জায় থিম করা হল বন্দে ভারত এক্সপ্রেসকেই। হাওড়া-বর্ধমান(Burdwan) কর্ড শাখার পূর্ব বর্ধমানের মেমারির পাল্লারোড স্টেশনে গেলেই দেখা মিলবে দাঁড়িয়ে রয়েছে বন্দে ভারত। আর এই ট্রেন দেখতে ভিড় জমাচ্ছেন প্রচুর মানুষ।
মেমারি ১ ব্লকের দলুইবাজার ২ পঞ্চায়েতের পাল্লারোডবাসীর একেবারে হাতের নাগালে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন। এ যেন ‘পড়ে পাওয়া চৌদ্দ আনা’ মতো। বুধবার এই খবর ছড়িয়ে পড়তেই উৎসাহী মানুষের উচ্ছ্বাস চরমে ওঠে। আশপাশের বিভিন্ন গ্রামের মানুষজনও বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন দেখতে পাল্লারোড পৌছে যান। সেখানে পৌছে একেবারে সামনা সামনি দাঁড়িয়ে তাঁদের বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন দেখার সাধ পূরণ হয় ঠিকই, তবে ট্রেন দেখে তাঁরা স্তম্ভিতও হয়ে যান। এর কারণটাও যথেষ্ট অবাক করার মতোই। আসলে মানুষজন যে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন দেখলেন সেটি হল থিমের সরস্বতী পুজোর মণ্ডপ। পাল্লা বেলতলা ইয়ং স্টার ক্লাবের ৩৮তম বর্ষে সরস্বতী পুজোর আকর্ষণ বাড়িয়ে দর্শক টানতে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনকেই বেছে নিয়েছেন। যার নেপথ্যে রয়েছেন শিল্পী অমিত কুমার মহন্ত। তাঁরই ভাবনায় তৈরি হয়েছে বন্দে ভারতের আদলে পুজো মণ্ডপ। মণ্ডপের প্লাটফর্মে বৃহস্পতিবার ধুমধাম করে হবে বিদ্যাদেবীর আরাধনা।
পাল্লা বেলতলা ইয়ং স্টার ক্লাবের পক্ষে নন্দ বিশ্বাস জানিয়েছেন, “বন্দে ভারত ট্রেন কে নিয়ে গোটা দেশের মানুষের মধ্যে উৎসাহ উদ্দিপনা রয়েছে। অন্য জায়গার বাসিন্দাদের মতো পাল্লারোডের বাসিন্দাদেরও খুব ইচ্ছে ট্রেনটিকে কাছ থেকে একবার দেখার। কিন্তু বন্দে ভারত তো পাল্লারোড স্টেশনে দাঁড়ায় না। তাই পাল্লারোড এলাকার বাসিন্দাদের বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন কাছ থেকে দেখার ইচ্ছা পূরণ করতেই সরস্বতী পুজোর থিম হিসাবে বন্দে ভারত কেই বেছে নেওয়া হয়েছে। এমন থিম ভাবনাই দর্শনার্থীদের আকর্ষণ করছে। সরস্বতী পুজোর দিন মণ্ডপে দর্শনার্থীদের ভিড় উপচে পড়বে বলে আশাবাদী ক্লাব সদস্যরা।
লেটেস্ট খবর জানার জন্য দেখুন www.uttarbangasambad.com এবং ব্রেকিং নিউজ (Breaking News) এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন উত্তরবঙ্গ সংবাদ টিভিতে ।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। নিয়মিত খবরে থাকতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Instagram পেজ ।